সংবাদ শিরোনাম ::
৩০০ জন শিক্ষার্থী নিয়ে সাইবার সেফটি স্টার্টস উইথ ইউ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

News Desk
- আপডেট সময় : ০৮:১৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ নোয়াখালীতে সচেতনতার লক্ষে সাইবার সেফটি স্টার্টস উইথ ইউ শীর্ষক সেমিনার ৩০০ জন শিক্ষার্থী কে নিয়ে আয়োজন করা হয়েছে।
নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর আয়োজনে ২৭ অক্টোবর রবিবার সকাল ১০টায় বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর সভাপতি সাইদুর রহমান রায়হান এর সভাপতিত্বে এবং সদস্য সানজিদা ওইশি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুর রহমান।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত), বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব লিটন দেওয়ান।
আর ও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার সাব ইন্সফেক্টর প্রমোজ চৌধুরী।
অধিবেশনে শিক্ষার্থীরা কিভাবে সাইবার স্পেসে নিজেদের সুরক্ষিত রাখবে এবং নিরাপদভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবে তা নিয়ে সম্যক ধারণা প্রদান করেন সংগঠনের অভিজ্ঞতা সম্পন্ন সদস্যরা। অধিবেশনে প্রয়োজনীয় স্লাইড প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সাইবার সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
অধিবেশনে উপস্থিত অতিথিরা বলেন, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর তরুণরা যে পদক্ষেপগুলো নিচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তথ্য প্রযুক্তি নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে তাদের অবদান গুলো লক্ষ্যণীয়। এরা সম্ভাবনাময়, আমরা তাদের সাধুবাদ জানাই।
অধিবেশনের শেষ পর্যায়ে সকল শিক্ষার্থী, অতিথি ও সদস্যরা একইসাথে বাঁশি বাজিয়ে যারা সাইবার অপরাধের সাথে যুক্ত, প্রতিনিয়ত সাইবার স্পেসে ছড়িয়ে দিচ্ছে বিষবাষ্প তাদের উদ্দেশ্যে হুশিয়ারী সংকেত প্রদান করা হয়।
“সচেতনতার মাধ্যমেই সমাধান মিলবে” এই বিশ্বাস বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সম্ভাবনাময় তরুণদের সংগঠন “নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স”।