ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে সেনা সদস্যর মৃত্যু

News Desk
  • আপডেট সময় : ১১:১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় যৌথবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নিহতের নাম তানজিম ছরোয়ার নির্জন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের বিশ্বাস বেতকায়। তিনি বিন্দুবাসিনী ও পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় তানজিম সারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। তখন ডাকাত দলের সদস্যরা তানজিম সারোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং এতে তাঁর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে তাঁকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ঘটনাস্থল হতে তিন জন ডাকাতকে আটকসহ একটি দেশীয় বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ছাড়াও ডাকাত সন্দেহে আরও তিন জনকে আটক করা হয়। দেশমাতৃকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং সেই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভুঁইয়া সাংবাদিকদের জানান, সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে সেনা সদস্যর মৃত্যু

আপডেট সময় : ১১:১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় যৌথবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নিহতের নাম তানজিম ছরোয়ার নির্জন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের বিশ্বাস বেতকায়। তিনি বিন্দুবাসিনী ও পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় তানজিম সারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। তখন ডাকাত দলের সদস্যরা তানজিম সারোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং এতে তাঁর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে তাঁকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ঘটনাস্থল হতে তিন জন ডাকাতকে আটকসহ একটি দেশীয় বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ছাড়াও ডাকাত সন্দেহে আরও তিন জনকে আটক করা হয়। দেশমাতৃকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং সেই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভুঁইয়া সাংবাদিকদের জানান, সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।