‘কমপ্লিট শাটডাউন’ উঠিয়ে সীমিত পরিসরে চালু থাকবে আউটডোর
- আপডেট সময় : ০২:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় চিকিৎসকদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বন্ধ ছিল সেখানকার সেবাদান কার্যক্রম। এরপর রোববার রাতে জরুরি বিভাগে সেবাদান কার্যক্রম চালু হলেও বন্ধ ছিল বহির্বিভাগ। এবার বহির্বিভাগেও সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
গত শনিবার রাতে দুর্ঘটনায় আহত হয়ে আসা এক শিক্ষার্থীর মৃত্যুর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে কর্মরত দুজন চিকিৎসকের ওপর হামলা হয়। হাসপাতালের ভেতরে ভাঙচুরও করা হয়। এই হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতসহ চার দাবিতে গতকাল সকালে জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রাখেন চিকিৎসকেরা। দুপুরে তাঁরা দেশব্যাপী সব হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি দেন। পরে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে দাবি পূরণের আশ্বাস দিলে রাত আটটার পর জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়।
আগামীকাল মঙ্গলবার থেকে সীমিত পরিসরে দেশের সব হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) চিকিৎসাসেবা দেওয়া হবে। হাসপাতালের অন্যান্য সেবাও সীমিত পরিসরে চালু থাকবে। এ ছাড়া রোগীদের যাতে অসুবিধা না হয়, সে জন্য চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন (রেসিডেন্ট) আবদুল আহাদ।
তিনি আরো বলেন, আমাদের দুই দফা দাবির মধ্যে রয়েছে । ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে , যাতে এমন ঘটনা আর না ঘটে। আরেকটি দাবি হলো , হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীর সুরক্ষা নিশ্চিত করে আইন প্রণয়ন এবং স্বাস্থ্যা পুলিশ নিয়োগ আইন প্রণয়ন করতে হবে। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। হামলাকারীদের মধ্যে যাদের এখনো গ্রেপ্তার করা হয়নি, তাদের গ্রেপ্তার,স্বাস্থ্যসুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ গঠনের খসড়া না হওয়া পর্যন্ত এ তাদের এ কর্মসূচি চলমান থাকবে।