ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের অর্থ পুরস্কার বন্যার্তদের প্রদান

News Desk
  • আপডেট সময় : ০২:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে

সাফের বয়সভিত্তিক এই ক্যাটাগরিতে প্রথম শিরোপাজয়ী দলটি আজ (বৃহস্পতিবার) দেশে ফিরেছে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করে তারা। এ সময় তিনি অর্থ পুরস্কারের ঘোষণা দিলে সেটি বন্যার্তদের প্রদান করতে বলেন সাফজয়ী দলের কোচ মারুফুল হক।

সাফচ্যাম্পিয়নরা দেশে ফেরার পর তাদের জন্য প্রস্তুতকৃত জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রীড়া উপদেষ্টা সাফ আসিফ মাহমুদ চ্যাম্পিয়ন দলের সবাইকে ২৫ হাজার টাকা  আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দেন। এই ঘোষণার পরপরই সাফ চ্যাম্পিয়ন দলের কোচ মারুফ উপদেষ্টাকে সম্মান জানিয়ে এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের অনুরোধ জানান।

মারুফ বলেন, ‘আপনি যে সম্মান দিয়েছেন তাতেই আমরা কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে দলের সবার সম্মতিতে এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের জন্য দেওয়া হলো।’

এর আগে বুধবার নেপালের ললিতপুর আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের অর্থ পুরস্কার বন্যার্তদের প্রদান

আপডেট সময় : ০২:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

সাফের বয়সভিত্তিক এই ক্যাটাগরিতে প্রথম শিরোপাজয়ী দলটি আজ (বৃহস্পতিবার) দেশে ফিরেছে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করে তারা। এ সময় তিনি অর্থ পুরস্কারের ঘোষণা দিলে সেটি বন্যার্তদের প্রদান করতে বলেন সাফজয়ী দলের কোচ মারুফুল হক।

সাফচ্যাম্পিয়নরা দেশে ফেরার পর তাদের জন্য প্রস্তুতকৃত জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রীড়া উপদেষ্টা সাফ আসিফ মাহমুদ চ্যাম্পিয়ন দলের সবাইকে ২৫ হাজার টাকা  আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দেন। এই ঘোষণার পরপরই সাফ চ্যাম্পিয়ন দলের কোচ মারুফ উপদেষ্টাকে সম্মান জানিয়ে এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের অনুরোধ জানান।

মারুফ বলেন, ‘আপনি যে সম্মান দিয়েছেন তাতেই আমরা কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে দলের সবার সম্মতিতে এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের জন্য দেওয়া হলো।’

এর আগে বুধবার নেপালের ললিতপুর আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।