দেড় মাস পরে মাঠে অনুশীলন মেসির
- আপডেট সময় : ০২:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
গত জুলাই মাসে হওয়া কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর আর মাঠে নামা হয়নি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। ডান পায়ের অ্যাঙ্কলে চোটের কারণে তিনি মাঠের বাইরে আছেন প্রায় দেড় মাস। এতদিন পর্যন্ত তার মাঠে ফেরার সময়ও স্পষ্টভাবে জানা যাচ্ছিল না। সে কারণে তাকে বাইরে রেখেই আর্জেন্টিনা আসন্ন দুটি বিশ্বকাপ বাছাইয়ের দল সাজায়। তবে এবার ভক্তদের দুরাশা কাটিয়ে মেসি ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন।
কোপার পর গতকাল (বুধবার) প্রথমবার এই মায়ামি তারকা গ্রুপ অনুশীলনে নামেন। গত ১৪ জুলাই শেষবার খেলেছিলেন মেসি, কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে তিনি দ্বিতীয়ার্ধের পর চোটে পড়েন। যা তাকে আর মাঠে নামতে দেয়নি, অঝোর ধারায় তিনি কেঁদেছেন ডাগআউটে বসে। পরে পায়ের গোড়ালিও ফুলে যায় ভয়ঙ্করভাবে। আগামী ১৪ সেপ্টেম্বরের ম্যাচেও যদি মেসি মায়ামির জার্সি গায়ে চাপাতে না পারেন, তখন তার মাঠের বাইরে থাকার দুই মাস পূর্ণ হবে। তবে এখন পর্যন্ত পুরোদমে মাঠে নামার সময় জানা যায়নি মেসির। যদিও গত শুক্রবার মায়ামি কোচ জেরার্দো মার্টিনো এমএলএসের (মেজর লিগ সকার) প্লে-অফ ম্যাচের আগে তার মাঠে ফেরার প্রত্যাশা জানিয়েছিলেন।