সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে হাজারো হিন্দু সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে উদযাপিত হচ্ছে রথযাত্রা
News Desk
- আপডেট সময় : ০৩:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
রথযাত্রা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি । ভগবান শ্রী কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে সকল হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে এই উৎসব আয়োজিত হয়ে থাকে।
৭ ই জুলাই ২০২৪ইং (২৩ই আষাঢ় ১৪৩১) রোজ রবিবার হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অনুষ্ঠিত হয় নোয়াখালীর সর্ববৃহৎ রথযাত্রা অনুষ্ঠান।এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে হাজারো হিন্দু সম্প্রদায়ের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
নোয়াখালী জেলার ইসকন মন্দির থেকে ৩ টি রথ যাত্রা শুরু করে। একটি রথে অধিষ্ঠিত আছেন জগন্নাথ দেব, আরেকটিতে বলরাম এবং অপরটিতে ছিলেন শুভদ্রা দেবী। রথযাত্রা অনুষ্ঠানটি ৯ দিন ব্যাপি অনুষ্ঠিত হয়।রথগুলো দীর্ঘ ৯ দিন নোয়াখালীর বেগমগঞ্জের জগন্নাথ মন্দিরে অবস্থান করবে।
আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রথগুলো আবার ইসকন মন্দিরের দিকে নিয়ে যাওয়া হবে।