মুরগির ওজন বৃদ্ধির জন্য খাওয়ানো হচ্ছে ইটের কণা
- আপডেট সময় : ১১:৫০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাপুর পৌর বাজারে মুরগির ওজন বাড়ানোর জন্য অমানবিক ভাবে মুরগিকে খাওয়ানো হচ্ছে ইটের কণা । বাজারে মুরগির ভালো দাম পাওয়ার জন্য এবং ক্রেতার পছন্দের তৈরির লক্ষ্যে এই ধরনের অনৈতিক কাজ করছেন কিছু অসাধু ব্যবসায়ী ।
দৈনিক জাতীয় নূর পত্রিকায় অভিযুক্তদের প্রেরিত একটি ভিডিও আসলে তথ্য অনুসন্ধানের জন্য যাওয়া হয় । একজন মুরগি ব্যবসায়ীর (নাম প্রকাশে অনিচ্ছুক) কাছে তাদের এই কর্মকান্ডের কথা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সোনাপুর সহ সকল যায়গায় এই পদ্ধতি ব্যবহার করে মুরগির ওজন বাড়ানো হচ্ছে । এতে মুরগির শারীরিক কোনো সমস্যা হবে কি না? উত্তরে তিনি বলেন হাটে বিক্রির পূর্বে মুরগিকে ইটের কণা খাওয়ানো হয়। ক্রেতারা এই মুরগি পালনের জন্য নেয় না । তাদের মুরগি জবাই করে দেওয়া হয়। কিংবা বাড়িতে নিয়ে গিয়ে জবাই করেন ক্রেতারা ।
এছাড়াও মিলেছে অসাস্থ্যকর পরিবেশে মুরগির লালন পালন ।