নোয়াখালীতে মোটরসাইকেল চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার সহ ০৭ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার
- আপডেট সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
নোয়াখালী চরজব্বার থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার সহ ০৭ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার (২৯ মার্চ) রাত থেকে শনিবার (৩০ মার্চ) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সূবর্ণচর ও কবিরহাট থেকে তাদের গ্রেফতার করে । তারা চোরাই মোটরসাইকেল কিনে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে জানা যায়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, হাতিয়া সার্কেল এর তত্ত্বাবধানে চরজব্বর থানার অফিসার ইনচার্জ, নোয়খালী এর নেতৃর্ত্বে ২৯ মার্চ ১৭.৩০ ঘটিকা হইতে ৩০ মার্চর ভোর ০৫.০০ ঘটিকা পর্যন্ত নোয়াখালী জেলার চরজব্বর থানা ও কবিরহাট থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে আন্তজেলা চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় চক্রের ০২ (দুই) সদস্যকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (২৯ মার্চ) রাতে সূবর্ণচরের জাহাজমারা গ্রামে প্রভিটা গেইট সংলগ্ন মো. সেলিমের দোকান থেকে আসামি মহিন উদ্দিনকে সাতটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে ৩০/০৩/২০২৪ইং তারিখ গভীর রাতে কবিরহাট থানাধীন ধানসিড়ি ইউনিয়নের মকবুল চৌধুরী হাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া চক্রের অন্যতম সদস্য মোঃ লোকমান (৫১), পিতা- মৃত মোজাফ্ফর আহাম্মদ, মাতা- ফয়েজের নেছা কে গ্রেফতার করা হয়।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা স্বীকার করে যে, তাহারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজোসে বিভিন্ন মোটরসাইকেল চোরদের নিকট হইতে অভ্যাসগত ভাবে চোরাই মোটরসাইকেল ক্রয় করে নোয়াখালী জেলা সহ আশপাশের জেলা সমূহে বিক্রি করে আসছে তারা।