নোয়াখালীর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে এক ব্যক্তি নিহত ও একই পরিবারের তিনজন দগ্ধ

- আপডেট সময় : ০৯:৪০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলার সদর উপজেলার ০৬ নম্বর ইউনিয়নে বিদ্যুতের তার ছিঁড়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক ব্যক্তি নিহত ও একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরের দিকে সদর ইউনিয়নের পশ্চিম চর উড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুতের তার ছিঁড়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মো. নুরুল ইসলাম নামের (৬০) এক বৃদ্ধা মারা গেছেন এবং অগ্নিদগ্ধরা হলেন- নিহতের ছেলে মো. সেলিম (৩৭), সেলিমের স্ত্রী মায়া বেগম (৩০) এবং নুর ইসলামের মেয়ের শাশুড়ি শেফালি বেগম (৫২)। তাদের ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এছাড়াও আগুনে দুটি বসত ঘর, দুটি রান্না ঘর, একটি গোয়াল ঘর পুড়ে যায় ।
পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়েন নুরুল ইসলামের পরিবারের সদস্যরা। ভোর রাত সাড়ে পাঁচটার দিকে বিদ্যুতের তার ছিঁড়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আকস্মিক ঘরে আগুন ধরে যায়। তখন তাঁরা সবাই ঘুমন্ত ছিলেন। হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙার পর নুরুল ইসলামসহ পরিবারের সদস্যরা ছুটোছুটি করে ঘর থেকে বের হতে গিয়ে নুরুল ইসলামের শরীরে বিদ্যুতের তার এসে পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মারাত্মকভাবে আহত হন।তখন তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন দুই নারীসহ নিহতের ছেলে মো. সেলিম।তাঁদের মধ্যে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে, আর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।