সরকার গঠনের এক মাস ২০ দিনের মাথায় মন্ত্রিসভায় নতুন সদস্যসের সংযুক্তি

- আপডেট সময় : ০৪:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে যে সরকার গঠন করেছে, সেই মন্ত্রিসভায় নতুন যুক্ত হয়েছেন বেশ কয়েকজন।সরকার গঠনের এক মাস ২০ দিনের মাথায় বাড়ানো হয়েছে মন্ত্রিসভা। ১ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিয়েছেন নতুন প্রতিমন্ত্রীরা।
শুক্রবার কয়েকজন মন্ত্রিপরিষদ থেকে ফোন পাওয়ার কথা জানিয়েছেন, যাদের মধ্যে নারী সংসদ সদস্য রয়েছেন তিনজন।
বেগম শামসুন নাহার (সংরক্ষিত মহিলা আসন) -শিক্ষা মন্ত্রণালয়।
মো. আব্দুল ওয়াদুদ (রাজশাহী-৫)- পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২)- পরিকল্পনা মন্ত্রণালয়।
বেগম ওয়াসিকা আয়শা খান (সংরক্ষিত মহিলা আসন)- অর্থ মন্ত্রণালয়।
বেগম নাহিদ ইজাহার খান- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বেগম রোকেয়া সুলতানা (সংরক্ষিত মহিলা আসন) – স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়।
নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৪)- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।