ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত পাঁচজনের বাড়ি নোয়াখালী জেলায়

News Desk
  • আপডেট সময় : ০৫:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনটির অগ্নিকাণ্ডে মারা যাওয়া একই পরিবারের তিনজন সহ মোট পাঁচজনের বাড়ি নোয়াখালী জেলায়। শুক্রবার (১ মার্চ) জুমার নামাজের পর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মাইজদীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে নিহত একই পরিবারের তিন সদস্যকে।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- পৌর এলাকার মোস্তফা কন্টাক্টর বাড়ির আশিক আহমেদের স্ত্রী নাজিয়া আক্তার (৩১), দুই শিশু সন্তান আরাহান (৮) ও আদিয়ান (৬)। সদর উপজেলার হাকিমপুর গ্রামের তারেক আহমেদের স্ত্রী মেহরান কবির দৌলা (২৮) এবং সেনবাগ উপজেলার মইশাই গ্রামের আবুল খায়েরের ছেলে মোহাম্মদ আসিফ (২৪)।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাফিসা আক্তার তাঁর দুই ছেলেকে নিয়ে ওই ভবনের একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের সময় শ্বাসকষ্টে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে ছোট বোন মাহি ও তার এক বান্ধবীকে নিয়ে বেইলি রোডের একটি রেস্টুরেন্টে যান দৌলা। অগ্নিকাণ্ডের পর ছোট বোনের বান্ধবী ভবনের জানালা দিয়ে লাফ দিয়ে বের হতে পারলেও আগুনে দগ্ধ হয়ে মারা যান দৌলা ও মাহি।

অন্যদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের একটি গ্যাস সিলিন্ডারের দোকানে চাকরি করতেন নোয়াখালীর সেনবাগের বাসিন্দা আসিফ। ভবনটিতে অগ্নিকাণ্ডের সময় দগ্ধ হয়ে মারা যায় তিনি।

সকাল থেকেই নিহতদের বাড়িতে সমবেদনা জানাতে ভিড় জমান স্থানীয়রা। স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় সেখানে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত পাঁচজনের বাড়ি নোয়াখালী জেলায়

আপডেট সময় : ০৫:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনটির অগ্নিকাণ্ডে মারা যাওয়া একই পরিবারের তিনজন সহ মোট পাঁচজনের বাড়ি নোয়াখালী জেলায়। শুক্রবার (১ মার্চ) জুমার নামাজের পর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মাইজদীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে নিহত একই পরিবারের তিন সদস্যকে।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- পৌর এলাকার মোস্তফা কন্টাক্টর বাড়ির আশিক আহমেদের স্ত্রী নাজিয়া আক্তার (৩১), দুই শিশু সন্তান আরাহান (৮) ও আদিয়ান (৬)। সদর উপজেলার হাকিমপুর গ্রামের তারেক আহমেদের স্ত্রী মেহরান কবির দৌলা (২৮) এবং সেনবাগ উপজেলার মইশাই গ্রামের আবুল খায়েরের ছেলে মোহাম্মদ আসিফ (২৪)।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাফিসা আক্তার তাঁর দুই ছেলেকে নিয়ে ওই ভবনের একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের সময় শ্বাসকষ্টে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে ছোট বোন মাহি ও তার এক বান্ধবীকে নিয়ে বেইলি রোডের একটি রেস্টুরেন্টে যান দৌলা। অগ্নিকাণ্ডের পর ছোট বোনের বান্ধবী ভবনের জানালা দিয়ে লাফ দিয়ে বের হতে পারলেও আগুনে দগ্ধ হয়ে মারা যান দৌলা ও মাহি।

অন্যদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের একটি গ্যাস সিলিন্ডারের দোকানে চাকরি করতেন নোয়াখালীর সেনবাগের বাসিন্দা আসিফ। ভবনটিতে অগ্নিকাণ্ডের সময় দগ্ধ হয়ে মারা যায় তিনি।

সকাল থেকেই নিহতদের বাড়িতে সমবেদনা জানাতে ভিড় জমান স্থানীয়রা। স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় সেখানে।