৫২’র ভাষা শহীদের আত্নত্যাগের স্মরণে শ্রদ্ধা নিবেদন পুলিশ সুপার, নোয়াখালী

- আপডেট সময় : ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আজ রাত ১২ঃ০১ মিনিটে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোহাম্মদ আসাদু্জামান বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, নোয়াখালী।
সমগ্র জাতি বিনম্র চিত্তে স্মরণ করছে, নিজেদের জীবন উৎসর্গ করে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠাকারী সকল বীর শহীদদের।১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হবে।ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে নোয়াখালী জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সাথে ফুল নিয়ে শ্রদ্ধা জানায় নোয়াখালী জেলা পুলিশ।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, নোয়াখালী।এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার,(প্রশাসন ও অর্থ) সহ সিআইডি, পুলিশ সুপার, পিবিআই, সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।পরবর্তীতে নোয়াখালী জেলার সকল রাজনৈতিক ,অরাজনৈতিক,সরকারি-বেসরকারি সংগঠন গুলো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।