ভাষা শহিদদেরপ্রতি শ্রদ্ধানিবেদন করেন জেলা প্রশাসক – দেওয়ান মাহবুবুর রহমান

- আপডেট সময় : ০৮:৪৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
অদ্য ২১ ফেব্রুয়ারি (বুধবার) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মাতৃভাষার জন্য আত্মাহুতি দানকারী সকল শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধানিবেদন করেন জনাব দেওয়ান মাহবুবুর রহমান,জেলা প্রশাসক নোয়াখালী।
১৯৫২ সালের (৮ফাল্গুন,১৩৫৮) এই দিন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। বাংলাকে পূর্বপাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে শহীদ হন কয়েকজন তরুন। তাদের মধ্যে অন্যতম রফিক,জব্বার,শফিউল,সালাম,বরকত সহ অনেকেই। তাদের স্মরণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।
সেই ভাষা শহীদের আত্নত্যাগের স্মরণে প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব দেওয়ান মাহবুবুর রহমান।এর পর পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।এসময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।