সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ,নোয়াখালী জেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

News Desk
- আপডেট সময় : ০৯:৪৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নোয়াখালী জেলা পরিষদ ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব আবদুল ওয়াদুদ পিন্টু এবং সাধারণ সম্পাদক জনাব মিথুন ভট্ট সহ নোয়াখালী পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন। তাদের এই আত্নত্যাগের স্মরণে ও সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে পুষ্পস্তবক অর্পণ করেন নোয়াখালী জেলা পরিষদ ও নোয়াখালী পৌর আওয়ামী লীগ।