ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বেগমগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা

News Desk
  • আপডেট সময় : ১১:৫৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

১৬ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার অফিসার ফোর্সের মনোবল বৃদ্ধির লক্ষ্যে বেগমগঞ্জ মডেল থানার উদ্যোগে মনোমুগ্ধকর এক জমকালো মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা-পুলিশ সদস্যদের ছেলে মেয়ে এবং জাতীয় ও স্থানীয় শিল্পীগোষ্ঠীর সদস্যরা।

মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা কে আকর্ষণীয় করে তোলার লক্ষে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক র‌্যাফেল ড্র এর ব্যবস্থা রেখেছেন এবং বিজয়ীদের মাঝে ২০ টি আকর্ষণীয় পুরস্কার হাতে তুলে দেন ।উক্ত মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা শেষে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট কাপ প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স আপ দের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মহোদয়।

উক্ত অনুষ্ঠানে রাত্রি ০৮:০০ ঘটিকায় বেগমগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম, মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন জনাবা বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার,(প্রশাসন ও অর্থ), জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম এন্ড অপস্), জনাব নাজমুল হাসান রাজিব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), জনাব নিত্যানন্দ দাস, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল), সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন পুলিশ সদস্যরা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জনগণের জানমালের নিরাপত্তায় দিনরাত ২৪ ঘন্টা দেশের কল্যাণে ও ক্রান্তি কালে সরকারি মহান দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকে। কর্মক্ষেত্রে তাঁদের কর্মতৎপরতা, মনোবল বৃদ্ধি ও কাজে উৎসাহ প্রদান করার লক্ষ্যে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের উদ্যোগে মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেগমগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট সময় : ১১:৫৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

১৬ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার অফিসার ফোর্সের মনোবল বৃদ্ধির লক্ষ্যে বেগমগঞ্জ মডেল থানার উদ্যোগে মনোমুগ্ধকর এক জমকালো মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা-পুলিশ সদস্যদের ছেলে মেয়ে এবং জাতীয় ও স্থানীয় শিল্পীগোষ্ঠীর সদস্যরা।

মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা কে আকর্ষণীয় করে তোলার লক্ষে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক র‌্যাফেল ড্র এর ব্যবস্থা রেখেছেন এবং বিজয়ীদের মাঝে ২০ টি আকর্ষণীয় পুরস্কার হাতে তুলে দেন ।উক্ত মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা শেষে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট কাপ প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স আপ দের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মহোদয়।

উক্ত অনুষ্ঠানে রাত্রি ০৮:০০ ঘটিকায় বেগমগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম, মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন জনাবা বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার,(প্রশাসন ও অর্থ), জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম এন্ড অপস্), জনাব নাজমুল হাসান রাজিব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), জনাব নিত্যানন্দ দাস, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল), সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন পুলিশ সদস্যরা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জনগণের জানমালের নিরাপত্তায় দিনরাত ২৪ ঘন্টা দেশের কল্যাণে ও ক্রান্তি কালে সরকারি মহান দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকে। কর্মক্ষেত্রে তাঁদের কর্মতৎপরতা, মনোবল বৃদ্ধি ও কাজে উৎসাহ প্রদান করার লক্ষ্যে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের উদ্যোগে মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।