সংবাদ শিরোনাম ::
নোয়াখালী জেলা পুলিশ সুপারের ভাসানচর থানা পরিদর্শন
News Desk
- আপডেট সময় : ১১:৩২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
১৭ই ফেব্রুয়ারী রোজ শনিবার বেলা ১১:০০ ঘটিকায় ভাসানচর থানা পরিদর্শন করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাবা বিজয় সেন , জনাব মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী, জনাব মোহাম্মদ নাজমুল হাসান রাজিব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী, জনাব নিত্যানন্দ দাস, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল)। এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী সহ ভাষানচর থানার অফিসার ইনচার্জ ও ফোর্সবৃন্দ।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় প্রতিবেদন বইয়ে পরিদর্শন নোট লিখেন এবং বিভিন্ন রেজিস্টারসমূহ পরিদর্শন করেন। এছাড়া ও অফিসার-ফোর্সের সাথে মতবিনিময় সভা ও কুশল বিনিময় করেন এবং পুলিশ সুপার মহোদয় অত্র থানার অস্ত্রাগার, মালখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও ব্যারাক, ম্যাচের রান্না,খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন, তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।