সংবাদ শিরোনাম ::
অবরোধ শুরুর আগেই নোয়াখালীর লাল-সবুজ বাসে আগুন

News Desk
- আপডেট সময় : ০৩:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ৪৮৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আগামীকাল রোববার ও সোমবার দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। কিন্তু অবরোধ শুরুর আগেই রাজধানীতে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে নোয়াখালীর লাল-সবুজ পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়।
অন্যদিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ অগ্নিসংযোগের বিষয়টি গণমাধ্যম’কে নিশ্চিত করেন। তিনি জানান, নটর ডেম কলেজ পুলিশ বক্সের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।