ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কবিরহাটে ১৪৪ ধারা জারি ২ জন আহত।

News Desk
  • আপডেট সময় : ০৫:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ৪০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী যুবলীগ নির্দেশিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশকে কেন্দ্র করে কবিরহাট উপজেলা আওয়ামী যুবলীগ এবং পৌরসভা আওয়ামী যুবলীগ কবিরহাট বাজারে একই স্থানে একই সময়ে সমাবেশের আহ্ববান করে।কবিরহাট উপজেলা আওয়ামী যুবলীগের সমাবেশে কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদককে অতিথী না করায় কবিরহাট পৌরসভা আওয়ামী যুবলীগ আলাদাভাবে একই স্থানে সমাবেশের ডাক দেয় এতে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।পরবর্তীতে বৃহস্পতিবার ২ই নভেম্বর দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারার আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা। দুপুর ২টা থেকে কবিরহাট বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির অভিযোগ করে বলেন- গত সাত দিন আগে থেকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারুণ্যের জয়াত্রা সমাবেশ আহ্বান করে উপজেলা যুবলীগ। গতকাল বুধবার মেয়র রায়হানের ইন্ধনে আকস্মিক একই স্থানে সমাবেশ ডাক দেয় তার অনুসারী কবিরহাট পৌরসভা যুবলীগ সভাপতি বাশার। আমরা এখন অন্যস্থানে সভা করব। আমাদের অনেক বড় সমাবেশ হবে। তাদের সঙ্গে যুবলীগের গুটি কয়েক লোক ছাড়া কেউ নেই।

কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান বলেন- আমার কোনো গ্রুপ নেই। আমার সঙ্গে কারো বিরোধ নেই। দলের সবাই আমার জন্য সমান। আমি দুই গ্রুপকে নিয়ে বসেছি। বিষয়টি সমাধান করা যায় কিনা দেখছি।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন- দুই পক্ষ বসুরহাটে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সমগ্র কবিরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

বিকেল বেলা উপজেলা আওয়ামী যুবলীগ কবিরহাট পৌরসভার বাহিরে এম পি সড়কে সমাবেশ করে।সমাবেশ শেষে ফেরার পথে কালামুন্সি বাজারে কবিরহাটের পৌর যুবলীগের কর্মীরা কবিরহাট উপজেলা আওয়ামী যুবলীগের কর্মীদের উপর হামলা করে ।উক্ত হামলায় কবিরহাট উপজেলা আওয়ামী যুবলীগের ২ জন কর্মী আহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কবিরহাটে ১৪৪ ধারা জারি ২ জন আহত।

আপডেট সময় : ০৫:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

বাংলাদেশ আওয়ামী যুবলীগ নির্দেশিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশকে কেন্দ্র করে কবিরহাট উপজেলা আওয়ামী যুবলীগ এবং পৌরসভা আওয়ামী যুবলীগ কবিরহাট বাজারে একই স্থানে একই সময়ে সমাবেশের আহ্ববান করে।কবিরহাট উপজেলা আওয়ামী যুবলীগের সমাবেশে কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদককে অতিথী না করায় কবিরহাট পৌরসভা আওয়ামী যুবলীগ আলাদাভাবে একই স্থানে সমাবেশের ডাক দেয় এতে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।পরবর্তীতে বৃহস্পতিবার ২ই নভেম্বর দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারার আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা। দুপুর ২টা থেকে কবিরহাট বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির অভিযোগ করে বলেন- গত সাত দিন আগে থেকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারুণ্যের জয়াত্রা সমাবেশ আহ্বান করে উপজেলা যুবলীগ। গতকাল বুধবার মেয়র রায়হানের ইন্ধনে আকস্মিক একই স্থানে সমাবেশ ডাক দেয় তার অনুসারী কবিরহাট পৌরসভা যুবলীগ সভাপতি বাশার। আমরা এখন অন্যস্থানে সভা করব। আমাদের অনেক বড় সমাবেশ হবে। তাদের সঙ্গে যুবলীগের গুটি কয়েক লোক ছাড়া কেউ নেই।

কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান বলেন- আমার কোনো গ্রুপ নেই। আমার সঙ্গে কারো বিরোধ নেই। দলের সবাই আমার জন্য সমান। আমি দুই গ্রুপকে নিয়ে বসেছি। বিষয়টি সমাধান করা যায় কিনা দেখছি।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন- দুই পক্ষ বসুরহাটে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সমগ্র কবিরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

বিকেল বেলা উপজেলা আওয়ামী যুবলীগ কবিরহাট পৌরসভার বাহিরে এম পি সড়কে সমাবেশ করে।সমাবেশ শেষে ফেরার পথে কালামুন্সি বাজারে কবিরহাটের পৌর যুবলীগের কর্মীরা কবিরহাট উপজেলা আওয়ামী যুবলীগের কর্মীদের উপর হামলা করে ।উক্ত হামলায় কবিরহাট উপজেলা আওয়ামী যুবলীগের ২ জন কর্মী আহত হয়।