ছাত্রলীগ কর্মী এবং সাধারণ জনগনের সাথে অন্যায়ের শাস্তি পাবে – স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৪:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে
ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধরের ঘটনায় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশিদ তার অন্যায়ের শাস্তি অবশ্যই পাবেন আফতাবনগরের পাসপোর্ট অফিসের সামনে গণমাধ্যম কর্মীদের সাক্ষাৎকারে এই কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মারধরের শিকার ছাত্রলীগের দু’জন নেতা ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম।
ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতা ছাড়াও এডিসি হারুনের দ্বারা আক্রমনের শিকার হয়েছেন- সহকর্মী পুলিশ সদস্য, সাংবাদিক, আন্দোলনকারী শিক্ষার্থীসহ আরো অনেকে। তার এমন আক্রমণাত্মক স্বভাবের জন্য অনেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা তাকে পছন্দ করতেন না। নানা সময় নানা ধরনের নেতিবাচক খবরের শিরোনামও হয়েছেন তিনি।কিন্তু এর পরেও তার বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সবশেষ ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্মমভাবে নির্যাতন করেন এডিসি হারুন।এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে এবং সমালোচনার র্শীর্ষে যাওয়ার পর রমনা জোন থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে।পুলিশ হেড কোয়ার্টার থেকে জানা যায় তাকে এপিবিএন-এ বদলি করা হয়েছে।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন- ছাত্রলীগ কর্মীদের এবং সাধারণ জনগনের সাথে যে অন্যায় করেছে সে পুলিশ হোক বা যে-ই হোক অন্যায়কারীর শাস্তি অবশ্যই হবে। এবং তার এই পুরো কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতে হবে।