আতাউর রহমান ভূঁইয়া মানিকের গণসংযোগে সাধারণ জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন
- আপডেট সময় : ০৫:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী ০২ আসনের (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে এবং গ্রামে গনসংযোগ করেন তিনি। আওয়ামীলীগ নেতাদের সাথে নৌকার প্রচারে কাজ করে যাচ্ছেন তিনি। গত ০৮ সেপ্টেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে ৯নং নবীপুর ইউনিয়নে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন তিনি। তাছাড়াও দিনব্যাপী সেনবাগের ছমিরমুন্সি, নতুন বাজার, বিজবাগ, শান্তির হাট, নবীপুর বাজার, ফকির হাট, খলিল মিয়ার হাট ও সেনবাগ পৌরসভায় আগামী নির্বাচন উপলক্ষে গণসংযোগ করলেন আতাউর রহমান ভূঁইয়া মানিক।উক্ত গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রায় সেনবাগ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীরা এবং গণসংযোগ স্থানে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি পরিলক্ষীত হয়।
আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ”আওয়ামী লীগের ক্ষমতার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও এই উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। আমি আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। মানুষের পাশে থাকতে চাই। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এই আসনে নৌকাকে বিজয়ী করতে হবে।নৌকাকে বিজয়ী করতে আপনাদের সহযোগীতা প্রয়োজন।নৌকা জিতলে আপনারা জিতবেন। দেশের উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন হবে ”।