সুষম বন্টনে অনেক বেশি গতিশীল জেলা পরিষদ
- আপডেট সময় : ০৬:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু।নির্বাচিত হওয়ার পর থেকে নোয়াখালী জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করেন তিনি। জনগনের সেবা প্রদানে কাজ করে যাচ্ছেন তিনি।
বিভিন্ন উপজেলায় মসজিদ,মাদ্রাসা, কবরস্থান,ঘাটলা নির্মানে বরাদ্ধকৃত অর্থ অনুযায়ী কার্যসম্পাদনের জন্য বিভিন্ন দরপত্র আহ্ববান এবং নিয়ম অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ প্রদানে গতিশীলতা আনার কারণে ঠিকাদার প্রতিষ্ঠান গুলো নির্দিষ্ট সময়ের আগে কার্য সম্পাদন করে। যার কারণে সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী নির্মাণাধীন স্থাপনাগুলো ব্যবহার হচ্ছে এবং জনগনের উপকার হচ্ছে।এছাড়া ও জেলা পরিষদের বন্দবস্তকৃত ভূমিগুলোর কর আদায় হচ্ছে। দখলকৃত জেলা পরিষদের বিভিন্ন জায়গা উদ্ধার হচ্ছে। ইতিমধ্যে অনেক গুলো মসজিদের সংস্কার ঘাটলা , যাত্রীছাউনীর উদ্ববোধন করতে দেখা গেছে নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু।জনগনের সেবা প্রদানে নোয়াখালী জেলা পরিষদ বেশি গতিশীল।