সন্ত্রাসী-জঙ্গিবাদের সাথে নো কম্প্রোমাইজ -সাদ্দাম হোসেন
- আপডেট সময় : ০২:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের এক বিশালা ছাত্রসমাবেশ সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে প্রায় পাঁচ লাখের ও বেশি শিক্ষার্থী সমাবেশে উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ দেশের ৫ কোটি শিক্ষার্থীর যে গভীর ভালোবাসা-ভাবাবেগ রয়েছে সেটির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এই ছাত্র সমাবেশকে বেছে নিয়েছি।এই ছাত্র সমাবেশের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশের পক্ষে আমাদের যে আগমনী রায় সেটি আমরা প্রকাশ করতে চাই বলে জানান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি।
এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে ছাত্রলীগ এই বার্তা দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় ও জাতির পিতার আদর্শে সবসময় বলীয়ান থাকবে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদীদের সঙ্গে কম্প্রোমাইজ করার কোনও জায়গা ছাত্রসমাজে নেই।শেখ হাসিনার প্রতি এ দেশের সব শিক্ষার্থীর যে ভালোবাসা রয়েছে, গভীর ভাবাবেগ রয়েছে, সেটির বহিঃপ্রকাশ ঘটাতে এই ছাত্রসমাবেশ আয়োজন করা হয়েছে বলেন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন। বৃষ্টি বাধা উপেক্ষা করে তারা সেখানে জড়ো হন। নেতাকর্মীদের অনেকে মাঠেই জুমার নামাজে অংশগ্রহণ করেন। সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা , ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।