নৌকা মার্কা ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছে -শেখ হাসিনা

- আপডেট সময় : ০৬:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নৌকা সারাজীবন উজান ঠেলেই এগিয়ে গেছে, এগিয়ে যাবে।
নৌকা মার্কা জনগনকে স্বাধীনতা দিয়েছে, নৌকা মার্কা দেশে অর্থনৈতিক উন্নতি দিয়েছে, নৌকা মার্কা ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছে।আমাদের সরকার স্মার্ট সরকার হবে; আমাদের অর্থনীতি স্মার্ট অর্থনীতি হবে; আমাদের সমাজ স্মার্ট সমাজ হবে বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, অনেকে নাকি গণতন্ত্র চোখে দেখে না। আবার বলেন, গণতন্ত্র উদ্ধার করবেন! যাদের জন্ম হয়েছে অগণতান্ত্রিকভাবে; সংবিধান লঙ্ঘন করে; উচ্চ আদালত যাদের ক্ষমতা দখল অবৈধ ঘোষণা করেছে। তাদের হাতে জনগণ কি গণতন্ত্র দেবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতার নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। এসব ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের মানুষ অধিকার আদায় করতে জানে। সাধারণ মানুষের যখন একটু বয়স হয়ে যাবে, কর্মহীন হয়ে যাবে, তখন তারা যাতে পেনশন পায়, সে কারণে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে বলে জানান তিনি। এটা বাংলাদেশ সরকারের নির্বাচনী ওয়াদা ছিল। সেই ওয়াদা আমরা রক্ষা করতে পেরেছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন,আমার কাজ একটাই, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। যে অন্ধকার যুগ ছিল, সেই অন্ধকার যুগ থেকে বাংলাদেশের মানুষকে আলোর পথে নেওয়া। আমরা যে ওয়াদা দিয়েছি একে একে সব ওয়াদা পূরণ করতে পেরেছি।বেকারত্ব নিরশনে তিনি বলেন ,কেউ বেকার বসে থাকলে হবে না। ফসল ফলাতে হবে; কাজ করতে হবে; নিজের পায়ে দাঁড়াতে হবে।