জাতীর জনকের স্বপ্ন বাস্তবাওয়ন করেছে বর্তমান সরকার -খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

- আপডেট সময় : ১২:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৩৯০ বার পড়া হয়েছে
২৯ শে আগষ্ট (মঙ্গলবার) দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে নোয়াখালী জেলা সদরে নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহাব্বুর রহমানের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন এনডিসি, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, নিরাপদ খাদ্য অধিদপ্তরের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার, নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহীদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার বলেন, ২০০৮ সালের সঙ্গে ২০২৩ সালের তুলনা করলেই বোঝা যায় দেশের জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে। বাজারে চাল, ডাল, আটা―কোনো খাদ্যসামগ্রীর ঘাটতি নেই। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, তার কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন বলেন খাদ্যমন্ত্রী। দেশের একজন মানুষও না খেয়ে নেই।কেউ খাদ্য মজুদ করে কৃত্রিম খাদ্যসংকটের সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।বাংলাদেশের মানুষের জন্য সুখবর দিয়ে তিনি বলেন , বিদেশিরা আমাদের কাছ থেকে চাল কিনতে চাচ্ছে।
শোকাবহ ১৫ আগস্টের কথা স্মরণ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ অভিশপ্ত হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার করে দেশকে কিছুটা হলেও অভিশাপমুক্ত করেছে।