২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

- আপডেট সময় : ১২:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে
২১ আগষ্ট গ্রেনেড হামলা কে কেন্দ্র করে নোয়াখালী জেলা আওয়ামীলীগ কতৃক এক দোয়া ও আলোচনা সভা করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন, অধ্যক্ষ এ. এইচ. এম খায়রুল আনম চোধুরী সেলিম।উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- জনাব শহীদ উল্লাহ খান সোহেল।
সভায় ২১ আগষ্ট গ্রেনেড হামলা কে কেন্দ্র করে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ,জনাব এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সভাপতি নোয়াখালী পৌর আওয়ামীলীগ জনাব আবদু্ল ওয়াদুদ পিন্টু , চেয়ারম্যান নোয়াখালী সদর উপজেলা পরিষদ জনাব এ.কে .এম সামছুদ্দিন জেহান , নোয়াখালী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মিথুন ভট্ট সহ আরো জেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা।
২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকায় আওয়ামীলীগের এক জনসভায় গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয় এবং ২৪ জন নিহত হয় ।২০০৪ সালের সারাদেশে বোমা হামলা ও গোপালগঞ্জে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগ ঢাকা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করে। উক্ত সভায় গ্রেনেড হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী মিসেস আইভি রহমান ছিলেন। সমাবেশের প্রধান অতিথি শেখ হাসিনা একটি ট্রাকের ওপর তৈরি মঞ্চে কুড়ি মিনিটের বক্তৃতা শেষে বিক্ষোভ মিছিল শুরু করার ঘোষণা দেন। সেই বিক্ষোভ মিছিলে মাত্র দেড় মিনিটের মাথায় ১১ টি বোমা বিস্ফোরিত হয়।