সংবাদ শিরোনাম ::
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ২৪ বছর পর গ্রেপ্তার
News Desk
- আপডেট সময় : ১১:১৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে
১৪ই আগস্ট (সোমবার) রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো. সালেহ আহম্মেদ । গ্রেপ্তারকৃত ছালেহ আহম্মেদের বাড়ি নোয়াখালী,বেগমগঞ্জ উপজেলার, কুতুবপুর ইউনিয়নে।
র্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, মো. সালেহ আহম্মেদকে চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে গ্রেপ্তার সম্ভব হয়েছে। পরে তাকে বেগমগঞ্জ থানায় পাঠানো হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে হত্যার পর দীর্ঘ ২৪ বছর গ্রেপ্তার এড়াতে আত্নগোপনে চলে যায়। হত্যা মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।