আগামী নির্বাচনে বাংলাদেশে ফের আওয়ামীলীগ সরকারের জয়লাভ হবে -ভু ভান থুওং

- আপডেট সময় : ১২:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে
১৫ই আগস্ট (মঙ্গলবার) ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বাংলাদেশে ফের আওয়ামীলীগ সরকার জয়লাভ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ভিয়েতনামের রাষ্ট্রপতি ভু ভান থুওং।
ভিয়েতনামের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক রয়েছে । বাংলাদেশ ভিয়েতনামকে প্রথম দিকে স্বীকৃতি প্রদান করে এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যা সে সময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন ভিয়েতনামের রাষ্ট্রপতি ভু ভান থুওং।
গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অসাধারণ অর্জন ও অগ্রগতির বিশেষ প্রশংসা করেন রাষ্ট্রপতি ভু ভান থুওং।রাষ্ট্রপতি বলেন , দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরো বেশি শক্তিশালী হয়েছে এবং তিনি আরো আশা প্রকাশ করেন যে , দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন আরো বৃদ্ধি পাবে।