ওসি প্রত্যাহার একটি সাধারন রুটিন ওয়ার্ক – এস পি তারিকুল ইসলাম
- আপডেট সময় : ০৩:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ২১০ বার পড়া হয়েছে
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গণশুনানির পরদিন প্রত্যাহার হয় ওসি মিজানুর রহমান। কিন্তু এই বিষয়টি এড়িয়ে গিয়ে নাটোরের এস পি তারিকুল ইসলাম বলেন এটি একটি সাধারণ রু’টিন ওয়ার্ক। এই বিষয়ের সাথে গনশুনানির কোনো সম্পর্ক নেই।
নাটোর পুলিশ সুপার (এসপি) কার্যালয় থেকে জানানো হয় নাটোরের সিংড়া থানার ওসি মিজানুর রহমানকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার দুপুরে সিংড়া উপজেলায় স্থানীয় বাসিন্দাদের সমস্যার সমাধানে একটি গণশুনানি করেন। সেই গণশুনানিতে ওসি মিজানের দিকে উঠে আসে অনেক ধরনের অভিযোগ। সেই গণশুনানির সময়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল চুরি, জমি দখল, মাদক কারবার, সন্ত্রাসীদের হুমকিসহ নানা বিষয়ের প্রতিকার চাইতে থানায় গেলে ওসির সহযোগিতা পাওয়া যায় না। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা না করায় আইসিটি প্রতিমন্ত্রী, ওসি মিজানুর রহমানের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ওই গণশুনানির পরদিনই ওসিকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গনশুনানির বিষয়টি এড়িয়ে গিয়ে নাটোরের এসপি তারিকুল ইসলাম দাবি করেন এটি একটি রুটিন ওয়ার্ক এবং বলেন খুব শীঘ্রই থানায় নতুন ওসি নিয়োগ করা হবে।