বঙ্গবন্ধুর সৈণিক হিসেবে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করবো এম.পি একরাম চোধুরী ।
- আপডেট সময় : ০৩:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪১৯ বার পড়া হয়েছে
১৫ই আগষ্ট শোক র্যালি নিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করবেন নোয়াখালী ০৪ আসনের এম. পি একরাম চোধুরী। তিনি সেই উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভায় বলেন ‘১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস। এই দিন ঘাতকরা বঙ্গবন্ধুর সপরিবারে নির্মমভাবে হত্যা করে। সকল শহীদদের স্মরণে আমার নির্বাচনী আসনের বঙ্গবন্ধু প্রেমীক সকল নেতা কর্মীকে নিয়ে শোক র্যালীর মাধ্যমে সকাল ০৯ টায় প্রতিবছরের ন্যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করব। নোয়াখালী জেলা আওয়ামীলীগের বিকেলে শোক সভা রয়েছে। আপনারা যারা পারেন অংশগ্রহণ করবেন। আমাদের আওয়ামীলীগের নেতা দের মধ্যে মান অভিমান থাকতে পারে কিন্তু আমরা সকলে একই পরিবার ‘।
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গত কয়েকদিন আগে উনার নিজ বাড়িতে একটি প্রস্তুতি সভার আয়োজন করেন। সেখানে তিনি ৫০ হাজার নেতা কর্মীর শোক র্যালী নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করার ঘোষণা দেন । তারই ধারাবাহিকতায় আজ নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বৈঠক করেন।